প্রভাতের ছোট্ট রবি ঝিলিক দিয়ে হাসে,
গঙ্গাফড়িং উঁকি দেয় কচি নরম ঘাসে।
শত পুষ্প তরতাজা শিশিরের মেলা,
বাতাসে ভেসে যায় ফুলে ভরা ভেলা।
গাছে গাছে ফলে ভরা পাখি গাহে গান,
নদী তীরে মৃদু জলে ডানা মেলে করে স্নান।
উষ্ণ রবির আলতো চুম্বনে জেগে ওঠে অলি,
আহঃ কী অপরূপা প্রকৃতি কারে আমি বলি?
হে প্রকৃতি, মা, জননী তুমি সদা প্রেমময়,
ধন্য আমি, আহঃ কী শান্তি! ধন্য মোর হৃদয়।