তোমাদের ঐ চেনা মুখ
না হয় যেন দূর,
ভেঙে যাওয়া বাঁশি কভু
ভুলে না যায় যেন তার সুর।
আজ দু'নয়ন মোর কাঁদেনি
কেঁদেছে পাথর-হৃদয়,
বাকরুদ্ধ হয়ে ভেবেছি-
মস্তকে নেমে এলো বুঝি প্রলয়।
যেথায় যাও তোমরা
ভুলোনা আজকের এই মুহূর্ত,
যত বড়ো হবে জীবনে, প্রকট            
হবে সবই বিমূর্ত হতে মূর্ত।
কাল থেকে সকল রুটিন
বদলে যাবে নিজের মতো,
মায়ায় ভরা বুক কষ্টে হবে ক্লিষ্ট-
বিদ্ধ করবে কাঁটা-যাতনা যত।
তবে আজ বিদায়ের অশ্রুজলে
রচিত হোক তোমাদের স্বর্ণদ্বার,
রবি হয়ে ফুটে ওঠো তারই মাঝে-
খর্ব করো আছে যত সকল আঁধার।