মানুষ আজ ছুটন্ত রেলগাড়ি,
দাঁড়াবার সময় তো হাতে নেই-
কালো কয়লায় ভরা গোটা মস্তিস্ক,
সভ্যতা অদ্য বিকলাঙ্গ।


নীরস গদ্যে ঠাসা মানব হৃদয়,
ভেঙে যাওয়া আবেগীবীণা-
পদ্যের সুরালয়ের অবনমন,
সভ্যতা আজ বিকলাঙ্গ।


প্রেম ও নৈতিকতার শিরোচ্ছেদ,
এ নতুন কথা নয়-
অদ্য মানুষের হাতে ধারালো বল্লম,
ওহঃ, বিকলাঙ্গ সভ্যতা!


মানুষ আজ নয় আর মানুষ,
পাশবিক আচার ব্যাপ্ত সর্বদিক-
পশু ও মানুষের পদচিহ্ন আঁকা,
একই শুস্ক বালিচড়ে।


মানুষের সময় অন্যত্র যায়,
অনুভূতি ও কাব্য হতে দূরে সরে নেয়-
এ কেমন মানুষ? আমি ক্লিষ্ট, ব্যথিত,
ওহঃ, সমাজ আজ বিকলাঙ্গ।