কুহেলিকার নিঠুর মৃদঙ্গে
নৃত্যপটীয়সী শীতাগম,
মূর্ছা যাইতেছিল
সমগ্র শীলতার সমুদয়,
আর কালকিষ্টি আলোকের ধূম্র
সর্বাগ্রে রচিত।


সহসা একদিন
ব্রহ্মতেজঃ
শুভানন, শুভ্রকান্তি
শুভগ্রহ, গৌরবরবি স্বামী
গিরিজাত্মানন্দ-এর
পদচিহ্নে অঙ্কিত হল
বসন্তের বিলোচন,
উদ্ভাসিত হল গাঙ্গুরিয়া
নবকুসুম-কলিকায়
ফুটিলো পুষ্পমঞ্জরি
দলে দলে।