যদি আকাঙ্খাগুলো পায় সম্পূর্ণতা,
তবে এটায়কি সফলতা?
নাকি নব সাজে সজ্জিতা
বিফলতা?
ভাবিয়া ভাবিয়া মরি সারাক্ষন
কখনওবা নিজেরে ভাবিয়া লই
বিচক্ষণ--
"আকাঙ্খাগুলো পায় পূর্ণতা যখন,
নাম হয় তার বিজয় তখন।
কিন্তু কে সে নতুন রূপে সজ্জিতা?
ও, ঘোমটা মাথায় দিয়ে বিফলতা!"


দাও মোরে সৎ উত্তর যত হে কবিবর,
মস্তিষ্কে উঠেছে প্রশ্নের ঝড়--
জবাব দেওয়ার পালা হোক আরম্ভ,
তাহলে কেন করছো এতো বিলম্ব?
*********************