কবি: উজ্জ্বল মন্ডল, গাঙ্গুরিয়া, মালদা


আজ জাতি-বিদ্বেষ সব ভুলে ভাই,
এক হই যেথায় থাকি মোরা সবাই।


ফুলের মতো উঠি ফুটে ছড়াই গন্ধ,
থাকিব না আর জীবন ব্যথায় বদ্ধ।


আকাশ নীলে হবো মোরা উড়ো মেঘ,
বক্ষ হবে স্নেহে ভরা, থাকবে আবেগ।


যত ঘৃণা ভয় আজ দূরে সরে রাখি,
সকল হৃদয় হোক সুখ-রানী পাখি।


'আমরা মানুষ' এই হোক মোদের পরিচয়,
এই মন্ত্রে সবে একদিন করিবো দিগ্বিজয়।