সময় ক্ষণস্থায়ী যেন লোহার বলয়
নীচের সুড়ঙ্গে অতলে গড়িয়ে যায়।
আমার জীবনের মুহূর্তগুলো
ছোট গল্প যা একটি পদচিহ্ন রেখে যায়
অসন্তুষ্টি, অতৃপ্ত থাকা।
তোমাকে ভালোবাসার জন্য আমার
একটা জীবনই যথেষ্ট নয়,
একইভাবে শুধুমাত্র একটি ফুল ব্যর্থ হয়
একটি কুসুমদাম বুননে।
চোখ খোলা রেখে দীর্ঘ রাত কাটাই
অক্লান্তভাবে তোমার প্রতিকৃতির দিকে তাকিয়ে একটি মোবাইল ফোনের ডিসপ্লেতে;
কত রাত জানো নাগো তুমি
ক্ষুধার্ত হৃদয়ে আমি জেগে উঠেছি
চিনি-লেপা ছোঁয়ায় এবং
তোমার কালো চুলগুলোর স্বপ্নালু গন্ধে- গোলাপ দিয়ে মাখা যেন মধু এবং মদের মাদকতা।
তুমি নোনা সাগরের মিষ্টি কূপ,
আর আমাকে তুমি তোমার উপর নীল পদ্ম বানিয়েছ।
ওগো, জীবনের আগে, জীবদ্দশায় এবং
জীবনাবসান অতঃপর- আজ রাতে তোমাকে কথা দিলাম
আমার পাশে তোমার নাম মহিমান্বিত হয়ে থাকবে
যেন ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা:
আমরা একই সত্ত্বা,
হে আমার প্রিয়তমা!
চাঁদের দীপ্তি ছাড়া মানুষ তাঁকে ভাবতেই পারে না।