অদ্য গাওয়া হোক বসন্তের গান
স্নেহের আলোকে শোভিত করো প্রাণ।
শীতের প্রহর কেটে গেছে আজ
ভানুর কোলে লুকায় তার লাজ।
শশীর মুখে অঙ্কিত হয়েছে হাসি
ওহে, অম্বরবক্ষে চলো সবাই মোরা ভাসি।
চারিদিকে নব ফুলের সৌরভ
মূর্ছিত হয়েছে আজ মোদের ভৈরব।
চল্ সবে অলি হয়ে বাজাই পূর্ণতার বাঁশি
সোহাগ নিই হয়ে প্রজাপতি ও মধুপায়ী।
আজ শূন্যতার গর্ভে শুধুই আনন্দ
যাহার সর্বস্ব মূলে স্বামী গিরিজাত্মানন্দ।