স্বপ্নেরা আজ দিল হামাগুড়ি মনের চিলেকোঠায়-
ইচ্ছেরা সব ছিল এতদিন পিতৃহীন অসহায়,
গেছিলাম স্বপ্নপুরি স্বপ্নের তরী বেয়ে-
কতো যে আবেগে আপ্লুত তাঁদের পিতারে পেয়ে!
নরম ঘাসের আলতো ছোঁয়ায় মায়ের স্নেহ-
ভরে উঠলো সোনায় সোহাগা মন ও দেহ,
প্রজাপতির আগুয়ান, ফুলে ফুলে বসন্তবায়-
চারিদিকে মধু উৎসব পাখিরা গান গায়,
হঠাৎ জোনাকি পোকার মৃদু আলো উঠিল হেসে-
জানি বাস্তব নয়, আমি ইচ্ছে মাখা স্বপ্নের দেশে।