আজ আছি কাল নেই
ভীষণ ছোট্ট এই জীবন,
শ্বাস নিতে ভুলে গেলে
পড়েই রবে রাশি রাশি সম্পদ-ধন।
আজ আছি কাল নেই
কীসের এতো অহংকার,
শ্বাসের গতি থেমে গেলে
বন্ধু, নেমে আসবে যে আঁধার।
ভুলে যদি যাই নিতে শ্বাস
পড়বে কী আমায় মনে?
দেখবে ঐ রাতের আকাশে
তারা হয়ে ফুটবো আমি ক্ষনে ক্ষনে।
ফুলের মতো নরম দেহ
পুড়ে হবে একমুঠো ছাই,
আহঃ কী কষ্ট কী যন্ত্রনা!
মৃত্যুর মতো সত্য আর কেউ নাই।
যদি তুমি হও কবিবর
লিখো যত আছে ভাবনা,
সৃষ্টির পথে অমর রবে
এটাই আমার প্রভুর কাছে মনস্কামনা।