জলাশয়ে থাকে কতো ছোট ছোট প্রাণী
মাঝখানে তরুছায় চারিধারে বনানী,
মহাসুখে খেলে তারা আনন্দের ঢেউ
যমের দূত হয়ে একদিন আসিলা কেউ,
দেখলো মাছের আনাগোনা ও তাদের প্রীতি
মনে মনে ভাবিলো সে মিটবে আমার তৃপ্তি-
"গরম তেলে ভাজবো আর সঙ্গে মদ্যপ
চেটে পুটে খাবো তাদের যেন ভোজনোত্সব",
মেশিন দিলো জুড়ে শুকিয়ে দেবে জল
শুরু হলো শত শত প্রাণের কোলাহল,
কাঁচের মতো স্বচ্ছ জল হলো কাঁদাময়
ধীরে ধীরে প্রাণ হলো নিস্প্রাণ অসহায়,
শুধু মাছ নয় হারালো কতো নিষ্পাপ প্রাণ
লোভী মানুষ নিলো কেড়ে প্রভুর দান,
যতদিন রবে এই পাপী মানুষদের দল
ততদিন বইবে অন্যরা পাপীদের ফল।