ফুল হল সৌন্দর্য,আর এই সৌন্দর্যই হল আমার ভূষণ।
তাই  লাবণ্যতার অলংকার হৃদয়ে পরিধান ক'রে কাব্য সৃষ্টির দায়িত্ব নিয়েছি।
জানি যে সাহিত্য রচনা অনেক সময় সাপেক্ষ,
কিন্তু মনের শোভনতা যেহেতু শাশ্বত তাই আমার লেখনী মাধুর্যতার ছায়ায় আশ্রিত হয়ে কাব্য
রচনায় ডুবে থাকবে— আমি বিশ্বাস করি।


আমি দেখেছি অমৃত-হ্রদে বিকশিত পদ্মফুল কে, খুঁজে পেয়েছি জীবনের সুখানুভবতা প্রতি পদে পদে।
ফুটেছি শতবার পদ্ম হয়ে সোনার পাঁপড়ি মেলে অমৃত ধারায়।
আর এই অমৃত হল মনের সৌন্দর্য।