মায়ের হাসি ফুটলে তবেই ফুল ফোটে কাননে-
মা যেন পুষ্প মঞ্জরীতে সঞ্চিত সুধাসিক্ত,
গগনে বিচ্ছুরিত সোনালী আলোক প্রভা
মায়ের দিব্যজ্যোতি,
এই ভূমি আজ পদ্যময় মায়ের মতো,
মোদের আবেগে ভরা হৃদয় যেন মায়ের
নিজের হাতে গড়া আবেগী বীণা।
মা, তুমি পুষ্পবৃক্ষ-
তোমার মধুময় সুবাস ও কোমল আনন
পরিব্যাপ্ত সর্বদিকে;
পাখির গুঞ্জন ও প্রজাপতির
রঙে আলিপ্ত মায়ের পদযুগল।
মাগো, তোমার হাসিতে ঝ'রে
পড়ে শত শত মোহর,
ভুলে যাই যত ছিল নিষ্ঠুর যাতনা এই
হৃদয় মাঝে।
মা, তুমি কালজয়ী, তুমি চিরন্তন,
তুমি শাশ্বত।