বেঁচে থাকতে গালমন্দ
মরে গেলে প্রেমানন্দ,
বেঁচে থাকতে অভিশাপ
মরে গেলে অনুতাপ,
বেঁচে থাকতে শুধুই পাথর
মরে গেলে অথৈ সাগর,
বেঁচে থাকতে অবহেলা
মরে গেলে স্মৃতির মেলা,
বেঁচে থাকতে বিষম গরল
মরে গেলে কতো সরল,
বেঁচে থাকতে মঙ্গলগ্রহ
মরে গেলে নাহি কেহ,
বেঁচে থাকতে অন্ধকার
মরে গেলে নয়নাদ্বার,
বেঁচে থাকতে কতো ভয়
মরে গেলে সূর্যোদয়,
বেঁচে থাকতে ব্যাভিচার
মরে গেলে সুবিচার,
বেঁচে থাকতে মৃন্ময়ী
মরে গেলে নোবেলজয়ী,
বেঁচে থাকতে অতিপর
মরে গেলে কবিবর।