উর্দ্ধাকাশে সোনালী শিখার বিস্তার,
ভাসমান বারিদের পাখনায় অঙ্কিত
উৎপলপত্র,
গগনে আনন্দের সেবাশ্রম।


ভূলোকে মেঘপুষ্পের আলিঙ্গন,
আর অজ্ঞাতকুলশীল কলিকার উন্মোচন,
পাখির বর্ণায়িত কণ্ঠস্বর--
যেন দখিনা বাতাসের নৃত্য শৈলী,
চারিধারে শরৎ ও বসন্তের অধিগম,
হঠাৎ অংশুমালীর নরম পরশে
রচিত হলো নববর্ষ--
তিনি মা অংস্বরূপা।