যখন আঁখি মেলি মুক্ত আকাশে,
মেঘের ডানায় রবি হাসে।                               মায়ের আনন্দে আনন্দময় ধরিত্রী,
আকাশে বাতাসে বিচ্ছুরিত তব জ্যোতি।
আঁধার রাতে শশী ওঠে জেগে,
দখিনা বাতাস চলে আপন বেগে।
নব পুষ্পে হাজারো মধুকর,
মাগো তুমি নিশিথের কারিগর।
পাখি ডাকে গানের ছন্দে ছন্দে,
বুনবে যে বাসা পরমানন্দে।
হোক গ্রীষ্ম, বর্ষা কিংবা শীত,
মাগো তুমি আমার কাব্যসংগীত।
ভাষার সৌন্দর্য 'মা' ডাকে,
মায়ের ঠাঁই সবার আগে।
যদি চাও খুঁজিতে আপনারে-
ডুব দাও অমৃত-সাগরে,
সেখানেই মা আছেন প্রস্ফুটিত হয়ে-
চলেছেন মা অমৃত ধারায় বয়ে…