ছায়া করে মিছে গর্ব-
ভুলে গেছে সে
সূর্য ডুবলে পশ্চিম আকাশে
হবে সে খর্ব।


ছায়ার সেই ভুতুড়ে নাচ
যাবে থেমে,
আঁধার যখন চোখ বুজে
আসবে নেমে।


ধর্ম হোক মনুষ্যত্ব,
অহংকার নয়
আমরা সবই এক
এই হোক মোদের পরিচয়।