যতই করো না বড়াই...
কে ধনী কে নীচ,
গভীর মাটির তলে-
পুঁতে রাখা আছে মরণবীজ।


একদিন যাব ছেড়ে...
এই সুন্দর পৃথিবী,
আলো ক্ষীণ হয়ে আসবে-
হারাবো সব রঙিন ছবি।


যদি নিজের দিকে তাকাই...
কী পেয়েছি জীবনে,
কতো সময় গেছে বৃথা-
বাকিটা দিবা স্বপনে।


এসো সবে ভাই-বোন...
ভাগ করি অনুভূতি,
নিদ্রার ঘন্টা গেছে পড়ে-
জানাবে শেষ ইতি।


রাখিবেনা মোরে মনে...
এই মা, ধরিত্রী,
কী এমন করেছি কাজ-
মনে রবে মম স্মৃতি?