জানি একদিন এই ধরা হইতে লব বিদায়-
সকল মায়া রবে পড়ে মাতৃহীন অসহায়।
আঁখির কোণে নিভে যাবে সকল রঙিন আলো-
সকল প্রিয় কেঁদে বুক ভাসাবে আঁখি ছলোছলো।
আমার অভিনয় শেষ হবে শেষের শব যাত্রায়-
দূর হইতে জানাবে মোরে সকলে শেষ বিদায়।
পুড়ে ছাই হবে সকল মোর সদম্ভ ও অহংকার-
জানি সেদিন পাইবো আমার কর্মের পুরস্কার।
এই জগৎ ভুলে যাবে মোরে নিঃসন্দেহে-
সে কীসের কাজে যার প্রাণ নাহি আর দেহে!
হয়তো পাখি হয়ে ডাকবো করুণ স্বরে-
তোমরা তখন আসবে সেথায় সোনার রথে করে,
বলবে- "আহা কী সুন্দর পাখির গান"!
আরও হবে ভেঙে চুরমুর মোর পাখি-প্রাণ,
বুঝবে না কেহ আমার বুক ফাঁটা কণ্ঠস্বর-
কেবল ব্যতিরেকে একজন কাব্য লেখা কবিবর।