যদি হতেম আমি প্রভাতের সেই ছোট্ট ফুলের কুঁড়ি-
ছড়াইতাম মিষ্টি সুবাস প্রজাপতির হাত ধরি,
যদি হতেম মা আমি পাখির গানের নরম সুর-
ভ্রাম্যমান গায়ক হয়ে গান গাইতাম ভোর-দুপুর,
যদি হতেম রঙধনু ঐ দূর আকাশের নীলে-
রঙের বাহার মেলে ধরে উঠিতাম হেসে খিলখিলে,
যদি হতেম মা অতীতে ফিরে যাইবার কোনো যান-
পাইতাম সোনায় স্মৃতিমাখা বাল্যকালের সোপান,
যদি হতেম মাগো আমি জনপ্রিয় সেই কবি-
থাকিতো এই মোর কাব্যকথা হয়ে অমর ছবি।