কর্মের আরেক নাম নিয়তি
একই অবয়ব শুধু ভিন্ন নীতি,
ভাগ্যের নয়কো কোনো দোষ
দূরে ছুঁড়ে দাও যত আক্রোশ,
ব্যর্থতা নয় নিয়তির খেলা
যদি না হও কর্মরত দিনের বেলা,
ভিটে ভরবে না সোনার ধানে
যদি না কৃষক লাঙ্গল টানে,
দিওনা না তাই নিয়তির অজুহাত
যদি দিন না গড়াতো হতো না রাত,
কর্মের আরেক নাম নিয়তি
একই অবয়ব শুধু ভিন্ন নীতি।