ঐ যে দেখো দুটি পাখি কেমনে আদর করে-
   এক বুক স্বপ্ন নিয়ে মিলনসাগর গড়ে,
ফুলে ফুলে দখিনা বাতাস সোহাগ দিয়ে যায়-
   মিষ্টি সুবাস বাতাস কে ছাড়িতে না পায়,
কোমল ঘাসে শিশিরকণা ফোটায় আলপনা
মাঝে মাঝে ঝিলিক দিয়ে ওঠে রূপের মূর্ছনা,
ছোট্ট রবির নরম ঠোঁটে পাগল করা হাসি-
  তা দেখে প্রেমে পড়ে ধানের ক্ষেতের চাষী,
নীলাকাশে মেঘের তাড়া সময় হাতে কম -
   সুর উঠেছে হৃদয়মাঝে নূপুরের ছমছম,
আশার ডালি নিয়ে দাঁড়িয়ে আছে আমগাছ-
   ধরেছে আম্রমুকুল তনয়ে রাজার সাজ।