পলাশ ফুলে প্রেম ধরেছে
সুধাসিক্ত দুটি মন,
লোহার থেকেও বড়ো
কঠিন আবেগের এই বন্ধন।


নিজ হাতে গড়ে স্বপ্ন
কি দিবা বা নিশিরাত,
হোঁচট খেয়েও অটুট রয়
পেয়েও শত আঘাত।


প্রেমের ধারায় দুটি মন
যেন পুঞ্জিভূত অমৃত,
দখিনা বাতাসে বইছে পলাশ
আহা কি দারুন নৃত্য!


অলির গুঞ্জন ও বিহঙ্গের কলরব
যেন বসন্তের লাবণ্য,
ক্ষুদার্থের খুশিতে আঁখি ভাড়
মুখে তুলে দিতে পেরে দুটি অন্ন।


পলাশ ফুলে প্রেম আঁকা
চারিদিকে উৎসব বসন্ত,
জানি সবকিছু ক্ষণস্থায়ী
কিন্তু তবুও আমাদের খুশি অনন্ত।