যতদিন বাঁচবো আমি
গেয়ে যাব মনের গান,
সকল যাতনার মাঝেও
খুঁজে নেব সুধাময় প্রাণ।
আজ হোক লিখা কবিতা
নদীর ছন্দে ছন্দে,
দুই কূল ভরে উঠুক
মিষ্টি ফুলের গন্ধে।
ঘুড়ি হয়ে উড়বো নীলাকাশে-
বাতাসে ভরা হৃদয়,
মেঘের চাদরে মুখ লুকাবো-
প্রেমের আকর রবির আলোয়।
জানি আজ আছি কাল নেই
তবুও যেন নেই ভয়,
মৃত্যুকে জয় করবো-
আমি অভয়।
যতদিন রবির হাসি
থেমে না যায়,
যতদিন না চাঁদের মিষ্টি আলো
মেঘের কোলে লুকায়,
ততদিন রবে তব স্মৃতি
সকল মানব হৃদয়ে,
আসবো আমি তোমার কূলে
প্রেমের খেঁয়া বেয়ে।