আমি পুষ্প, আমি পৃথিবীর আনন্দ-
আমি কবির হাতে গড়া কবিতার ছন্দ,
আমি কবির অন্ত:মনে ভাবনার সাগর-
মাঝে সাঁঝে ভেসে উঠি হয়ে সৃষ্টির আকর।


আমার মিষ্টি সৌরভ কবির অলংকার-
আমি বই নাই কিছু কবির দেখার,
কবি মনে যখন আমি উঠি হেসে-
কখন যেন তুলে নেয় মোরে এক নিমেষে।


আঁধার রাতে যখন উঠি জেগে বারে বারে-
হঠাৎ কেন যেন উঠি শিহরে,
প্রভাতে দেখি নিজেকে পুষ্প বিছানায়-
কাব্য হয়ে ফুটে আছি বই-এর পাতায়।