সব কিছুই পড়ে রবে
             মায়ায় ভরা এই ভুবনে,
               দেহ হবে পুড়ে ভস্ম
             আম কাঠ কিংবা চন্দনে।


             ভাই মোর, মানিক মোর
              করো না মিছে অহংকার,
              মাতৃহীন হয়ে রবে পড়ে
              সোনায় ভরা এই সংসার।


              এসো ভাই, এসো বোন
                গলায় গলায় ধরি,
                হিংসার আগুন নিভে দিয়ে
              মানবতা নিজের হাতে গড়ি।


                 আর নয় জাতিভেদ
            নয় রক্তারক্তি ধারালো অস্ত্র,
               প্রতিজ্ঞা নাও ভাইরে সবে-
            করবো না মলিন মায়ের বস্ত্র।


               রঙে ভরা এই ভূমঞ্চে
            মোরা সদা করছি অভিনয়,
               শুধু আত্মা রবে চিরকাল
              বিনাশ হবে সাধের তনয়।