জীবন ও মৃত্যুর মাঝে
আমি দিশেহারা,
তুমি পাশে থেকেও সোনা
আমি যেন সর্বহারা।


নরম রবির আলতো ছোঁয়া
আজ হয় না অনুভূত,
তুমি আছো পাশে ওগো
তবুও যেন আমি পরাজিত।


জীবন সেতুর ভাঙা গড়া
এই গল্পে আমি ভগ্ন স্তুপ,
আয়নায় দেখি নিজেরে-
চিনতে না পাই নিজ স্বরূপ।


জীবন যাত্রা আজ শেষ
আমি ক্লান্ত, অবসন্ন-
ওপারের ঘাটে থাকবো অপেক্ষায়
সোনা শুধু তোমারি জন্য।