যদি গভীর নিদ্রায় হই সমাহিত
আর নাহি উঠি জেগে,
খুঁজিয়া লইবে মোরে ফুলেদের দেশে,
মেলিবো হৃদয়খানি, ছড়াইবো
সুবাস,
কখনও হইবো মধুমালতি,
কখনও বা পলাশ।


ওগো,যদি গভীর নিদ্রায় হই সমাহিত
আর সাড়া নাহি মেলে,
ভাবিয়া লইবে মোরে এক পাখির বেশে,
মেলিবো হৃদয়খানি, ছড়াইবো
গানের সুর,
কখনও হইবো বসন্তের কোকিল,
কখনও বা শরতের ময়ূর।