শিশুরা আজ আর নেই শিশু...
তাঁদের হৃদয় অনুভূতিহীন এক শীতল
পাথর, গগনে কালো মেঘের স্পন্দন
যেন তাঁদের রক্তের ধারায় প্রবহমান,
কচি কচি হাতে এন্ড্রোইড ফোন
যেন নরম পুষ্পকুঁড়িতে বিষাক্ত অলির
অধিগমন, আমি বিস্মিত!
জাতির লজ্জা, শতোধিক ধিক্কার সভ্যতা!
নিষ্পাপ হৃদয়-কলিকায় ধ্বংসের রক্তিম
রঙের আলপনা, শতোধিক ধিক্কার।
ধিক্কার জানাই সভ্যতা তোমারে!
শিশুরা আজ এক-কেন্দ্রাভিমুখী,
তাঁদের ইচ্ছেগুলো আজ বোতলে ভরা,
স্বপ্নগুলো অলসতার স্তূপ... এর দায় কে নেবে?
হে মূর্খ সভ্যতা, নিজেরে নিয়ে করিতেছ
গর্ব, ধিক্কার হে ধিক্কার হে...


এসো সবে গুণীজন, আজ শপথ নেই
হাতে হাতে...
"শিক্ষার শুভ্র আলোক রেখায়
শাশ্বত শিশু শিক্ষার অনুশীলনে সঞ্জাত
করে তুলি শত শত নব মুকুলিত
পুষ্পমঞ্জরি পলে পলে,
যেখানে বিভাসিত হোক নিষ্প্রদীপ,
আর শিক্ষার ঘ্রাণ রচনা করুক
রাজবধূ শরতের নবীন কুসুম"।