হে প্রভু, অন্তর আমার বিকশিত করো
       নির্দয় এই সংসারে,
দু'চোখ ভরিয়ে দাও হে দয়াময়
       সোনার আলোক তাঁরে।


হৃদয় আজ ভরিছে ধূলায়- মলিন
         যেন বোবা দর্পন,
বিষের বাঁশি বাজিতেছে মনে
         স্বাধীন হয়েও পরাধীন।


হৃদয়কুঞ্জে ফুটে ওঠো, হে প্রভু!
       পাঁপড়ি মেলিয়া ধরি,
কূলে এসে ভিরাও তুমি পিত:
           পুষ্পে ভরা তরী।


পুড়ে ছাই করো যত আছে লজ্জা
        এই দয়াহীন সংসারে
হিংস্র প্রদীপ-শিখা নিভে দিয়ে
       নব অঙ্গে দাও রণসজ্জা।