কবি: উজ্জ্বল মন্ডল(গাঙ্গুরিয়া, মালদা)


শুধুই আঁধার হবে পথে চলার সাথী,
ক্লান্ত চোখের কোণে নিভে যাবে বাতি।
কান্নার কলরব জানাবে শেষ বিদায়,
নিথর দেহ রবে প'ড়ে মাতৃহীন অসহায়।
মা বলবে কেঁদে কেঁদে 'ওঠ্ বাবা একবার',
বেদনার জলে সকল পাড়ার আঁখি ভার।
তখনও গভীর নিদ্রায় চোখ মোর সমাহিত,
ব্যতিব্যস্ত সকলে করতে আমার শেষকৃত্য।
অগ্নির শিখায় পুড়বে সকল অহংকার,
ভস্মীভূত উড়ন্ত ছাই খুঁজবে দ্বার ওপার।
শুধুই আঁধার হবে মোর পথে চলার সাথী,
ক্লান্ত চোখের কোণে নিভে যাবে সকল বাতি।
কেঁদে কেঁদে ভরবে আঁখি জল টলমল,
শুধুই আঁধার, হইবে না কভু আর সকাল।
আসবো ফিরে স্বপ্নের রথে ক'রে কোনোদিন,
হোক বৈশাখ, শ্রাবন, ভাদ্র বা আশ্বিন।
ভালোবেসে করে নিও মোরে আপন
ফিরিয়ে দিও না এটা যতই হউক স্বপন।