যদি কোনোদিন তুমি যাও ছেড়ে আমায়
পড়ে রব ধূলিকণায় মাতৃহীন অসহায়,
বড্ড ভালোবাসি তোমায় সোনা-
হৃদয়ে মোর প্রেমবীজ হয়েছে বোনা,
তুমি নিছক কোনো স্বপ্ন নও তুমি অনুভূতি
যেথায় রয়েছে সোহাগে সহানুভূতি,
তুমি হীনা সর্বদিক আঁধারে ভরা ক্ষেত্র
যদিও হাজারো বাতি তৃপ্ত করে নেত্র,
তুমি মোর সকল কর্ম, চিন্তা ও শ্বাস-
ফিরে ফিরে দেখি তোরে মেটেনা আশ,
আমার কাব্যের এক একটি শব্দে
মিশে আছে আমার রক্তের বিন্দু নীরবে,
কোনোদিন জানিও না সোনা শেষ ইতি
জীবন-মরণে রব আমি বুকে নিয়ে তব স্মৃতি।