তোমার স্মৃতি আজও অম্লান
চিরসবুজ যেন কলা পাতা,
আজও বেঁচে আছি তোমার ছায়ায়
যেন শীতল ছাতা।


তোমার বৃষ্টি ফোঁটায়
খুঁজে পাই প্রাণ,
আজও শুনতে পাই পায়ের নূপুর
আর হারানো সেই গান।


তোমার চোখে আঁকা সেই স্বপ্ন
ভেসে ওঠে আঁখি জলে,
আজও চলছে রহস্যের খোঁজ-
বন্ধন করলে ছিন্ন কিবা ছলে?


হারানো স্মৃতিগুলো আজ উজ্জ্বল
ছবির মতো,
যেন কথা বলে আমার সাথে
তাঁরা প্রানবন্ত।


তোমার স্মৃতি
আমার বাঁচার সেবাশ্রম,
তুমি হীনা স্বপ্নের কারিগর আমি-
যেন বৃথা এ পরিশ্রম।


যতদিন আছে তোমার স্মৃতি
চলবে আমার শ্বাসের গতি,
যেদিন হারাবো আমি বিস্মৃতির তলে-
জানবে সেদিন আমার শেষ ইতি।