তুমি নেই বলে--
স্বপ্নেরা আজ বাক্ রুদ্ধ,


তুমি নেই বলে--
প্রতিজ্ঞারা আজ অন্ধ,


তুমি পাশে নেই বলে--
অশ্রুধারায় মিটছে তৃষ্ণা,


তুমি নেই বলে--
হাসির আলোক যেন গুপ্তচোর,


সোনা, তবে জেনে রেখো
আমি মিথ্যে নই
রূপকথার গল্পের মতো,
আমি মরীচিকা নই বালুচরে,
আমি ধ্রুব চন্দ্রের মতো,
নিত্য আমি আকাশের উষ্ণ
আঁখির মতো।


আজ তুমি জানিয়েছো শেষ বিদায়,
প'ড়ে  আছি তাই সোনা মাতৃহীন অসহায়,
শূন্য এ জীবন তুমি ছাড়া--
সব থেকেও যেন আমি সর্বহারা,
সোনার আলোক ছড়ানো চারিদিক--
তুমি হীনা সোনা আমি অন্ধ পথিক।
****************************