আমরা বৃক্ষনিধন দেখেছি উন্মুক্ত নয়নে শতবার
তবুও অবুঝ থাকি যখন নির্মমভাবে চলে প্রহার-
তাঁরা সহ্য করে চলে যতসব নীরব যাতনা,
মনে মনে বুঝি করে এই বিষময় প্রার্থনা -


"আমরা রক্তমাংসে গড়া কোনো শরীর নই
তবে কেঁদে কেঁদে ভাসাই সাগর অথৈ,
মোদের মৃত্যুর পরেও জেগে উঠি অগ্নিশিখায়
পুড়ে ভস্ম হবে তোদের সাধের এই তনয়"।