যেদিন ছাড়িয়া যাইব তোমা হতে বহুদূরে
বাঁধিয়া রাইখো মোরে তোমার বাহুডোরে।
শত শত পুষ্পমালা পড়ে রব গলে
রাশি রাশি অশ্রুজল গড়াইবে ভূমিতলে।
চোখের কোণে নিভে যাবে চাঁদের আলো
আঁধার হবে কেবল সাথী আঁখি ছলোছলো।
গভীর নিদ্রায় সমাহিত হবে মোর নিথর দেহ
কাঁদিবো সোনা খুব, দেখিতে পাইবে না কেহ।
লালিত্যতায় ভরা এই শরীর পুড়ে হবে ছাই
পৃথিবীর রঙ্গমঞ্চ হতে হঠাৎ আমি নাই।
তবে তোমার স্বপ্নে আসিবো ফিরে ফিরে
ভাঙিয়া দিও না ঘুম দুঃস্বপ্ন মনে করে।