আবেদন
✍-উজ্জ্বল সরদার আর্য


উত্তর হিমালয় হতে আসছে শীতল সমীর
হিম-কুহেলী কে সাথে নিয়ে।
নীরর-নিশিতে রিক্ত পথে আমাকে পেয়ে
করছে আলিঙ্গন।
অজস্র অধর চুমু-চুম্বনের ন্যায়,
আমার জীর্ণ-শীর্ণ হৃদয়ে তুলেছে কম্পন।
এমনকি বিবস্ত্র বুকে-পিঠে-ঠোঁটে-ললাটে-
রুক্ষ চুলের ডগা বেয়ে ঝরে পড়ছে
এই শীতের শিশির বিন্দু।
তাই ভেজা সেঁতসেঁতে পথে-পথিকের
রক্তাক্ত চরণে, আঁধারে পিছলে পড়ছি বারংবার।
উঠে দাঁড়ানোর প্রবাসে,
ঝাপসা চোখে খুঁজছি চাঁদের স্নিগ্ধ আলো।


কিন্তু কোথায় আজ সেই তেজস্বী মাথা মুখ?
চিৎকার করে বলেছি আরো হও উজ্জ্বল,
ঔষধি বৃক্ষ অনাহারে অচল-
জীর্ণ-জীবন আমারো।
এখন অপেক্ষা শুধু বসন্তের, শুনতে চেয়েছি
কোকিলের কণ্ঠে গান, নিতে চেয়েছি ফুলের সুগন্ধ,
দেখতে চেয়েছি নির্মল সুনীল আকাশে রঙিন
প্রজাপতির মেলা।
দখিনা বাতাসে শরীর ভাসিয়ে লিখতে চেয়েছি
নিষ্ঠুর এই জাগ্রত রাতের স্মৃতি কথা।


কিন্তু আজকের এই তমস্র পৃথিবী শান্ত-শ্বেতপ্রস্তর
হয়ে ছুঁয়েছে আকাশ, চতুর্দিকের চারা গাছ গুলির
অন্তরে শুধু বিষণ্ণতা।
পাতা-ফুল হারা মৃত বৃক্ষের বেদনায় দহনে দগ্ধ মরু।
আর কত অপেক্ষা করবো মানব ধর্মী ঝলমলে
একটা দিনের জন্য?
বস্ত্র হীন-নিকেতন হীন-রোগা-জীর্ণ-ক্ষুধার্ত-অসহায়রা  
বাঁচতে চায়, শান্তিতে ঘুমতে চায় নুড়ি-পাথরে
মাথা রেখে বসন্ত হরিৎ বনের ছায়াতলে।
তাই তুমি না হয় এসো হে রক্তিম রবি,
গ্রহণ করো আমার আকুল আবেদন।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৩ ডিসেম্বর ২০১৯ সাল
বাংলা ২৬ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ (শুক্রবার)
দাকোপ খুলনা বাংলাদেশ।