যুদ্ধের আহ্বান
      ✍- উজ্জ্বল সরদার আর্য


এসেছে আজ নব যুদ্ধের আহ্বান,
তাই পৃথিবী কাঁপিয়ে বিদ্রোহ কণ্ঠে
        গাও মুক্তির শ্লোগান।
ওই শত্রুরা স্বদেশে এসেছে আবার
  আগুন জ্বালিয়ে করছে ছারখার
     করছে গুলি-ফাটছে বোমা,
       ওরে আর মরবো কত
      দেহ আমার হলো ক্ষত
    প্রাণ বিচলিত জনতা দলিত
হে-বীর আর কত করবে ওদের ক্ষমা?


বারবার তোমার ভুলে মরি অকালে
  করে শত্রু সুযোগের-সদ্ব্যবহার,
   আজ এসো রণে শত্রু দলনে
  রক্ত পানে উল্লসিত মা আমার।
তাই থেকনা থেমে ছুটে যাও সংগ্রামে
     বীর-বিক্রমের পাবে পরিচয়,
          রক্তিম লাভা ছড়িয়ে
ডাইনোসরকে পুড়িয়ে পৃথিবীকে করো জয়।


আমরা আর হতে চাই না ওদের শিকার
প্রাগৈতিহাসিক যুগ থেকে মরছি বারবার
      আজ আঁধার নেমেছে দুচোখে
        অনাহারে মরি ধুকে-ধুকে
       অন্তরালে লুকিয়েছে ভাস্কর।
          রুদ্ধ খাঁচায় বন্দী করে
          করছে নিষ্ঠুর  নির্যাতন,
পরেশ মূর্তি ভেঙেছে পদাঘাত মেরেছে
    তমিস্রায় অন্তরীক্ষ ঢেকেছে এখন।


রচনাকাল -৯ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ,
বাংলা- ২৪ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ (বুধবার ) 
দাকোপ খুলনা, বাংলাদেশ।