ফাগুনের শেষ বিকেলে কে তুমি এলে
      ✍-উজ্জ্বল সরদার আর্য


ফাগুনের শেষ বিকেলে কে তুমি এলে?
চেনা কণ্ঠে হৃদয় মাতানো গান শুনে কেঁপে উঠলো প্রাণ
সহসা,
ভালোবাসা যদি বেঁচে থাকে পা রেখো না ঝরা ফুলে।
ফাগুনের শেষ বিকেলে কে তুমি এলে।।


অশ্রু ভেজা আকুল আঁখি  আজও মেলে রাখি
নীরবে রজনী যাপনে কাটে বিরহের কাল;
আঁধার আকাশে কত তারা হাসে
                   কেউ ঝরে যায়-যাই ভুলে।
ফাগুনের শেষ বিকেলে কে তুমি এলে।।


রূপে মনোহর করেছিলে হরণ হৃদয় আমার।
জানিনা কোন পিপাসায় প্রেম প্রদীপ নিভে যায়,
বেদনায় জীবন বেলা আজ যায় চলে।
ফাগুনের শেষ বিকেলে কে তুমি এলে।।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল - ১০ মার্চ ২০২০ সাল,
বাংলা ২৬ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ (মঙ্গলবার)।
দাকোপ খুলনা, বাংলাদেশ।