কোথায় পালাবি এখন
                 ✍-উজ্জ্বল সরদার আর্য


আমরা আর থেমে থাকতে চাইনা
ওই দুষমনের দুষ্ট মুখে মিষ্টি হাসি দেখে,
এবার বিদ্রোহী বার্তা ছড়িয়ে দিতে চাই
অনলে-অনিলে-অন্তরীক্ষে।
তাই আর নয় ভীতু-কাপুরুষ-নির্বীজ
হয়ে মাথা নত,
এবার প্রতিবাদের পরিচয় দিতে সকলে উদ্ধত!
সকল অন্যায় অত্যাচারের সঠিক দাম
নিতে চাই আজ,
স্বদেশ জুড়ে বিদ্রোহে বেরিয়েছি
কোথায় শত্রু রাজ?


ওরে কটি জনতার বিদ্রোহের হুঙ্কার
হে-শোষণকারীরা শোণ, কোথায় পালাবি এখন?
হরতাল, অবরোধ, দ্বন্দ্ব বাঁধানো  দানবদের তাড়াও,
তাড়াও নিরীহ জনতার হত্যাকারী কে।
এদের  কারণে স্বদেশে নেমেছে দুর্ভিক্ষ-দুর্দিন
হয়েছি পরাধীন আজ চেয়েছি স্বাধীন,
তাই এবার থেকে শুরু হবে মহা-সংগ্রাম।


প্রতিজ্ঞা করছি যতকাল তোদের মতো
সন্ত্রাসী-রাক্ষসী দেশদ্রোহীরা স্বদেশে থাকবে,
ততকাল এই নির্ভীক জনতা লড়বে।
তাই আজ শোন গগনের গর্জন
ধরণী হচ্ছে রক্তে প্লাবন,
বন্দুক-বোমার দহনে দগ্ধ হবি তোরা সর্বক্ষণ।



রচনাকাল ইং-১১ সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দ,
বাংলা ২৭ ভাদ্র ১৪২৬ বঙ্গাব্দ (বুধবার) 
দাকোপ খুলনা, বাংলাদেশ।