মধুকরী
    ✍-উজ্জ্বল সরদার আর্য


   কতকাল পরে দেখেছি আজ তোমারে
    তুমি ছিলে কোথায় কোন অন্তরালে-
                বলো আমারে।
    খুঁজতে-খুঁজতে কেটেছে জীবন বেলা
      ছিলাম একলা পারুল-শিমুল বনে,
       আজ কেন এলে হায়
               তোমায় রাখবো কোথায়
           বসন্তের এই শেষের দিনে।


          আকুল নয়নে আঁধার নেমেছে
               এসেছে দ্বারে রজনী,
       তুমি বোঝনি প্রেম, বোঝনি আমায়,
           আজ বাজে বিদায়ের রাগিণী।
                যৌবনে যোগীর মত
             তোমার প্রেমে ছিলাম মত্ত,
                   ভেবেছি অবিরত
             অনন্তদিন করেছি অপেক্ষা!
        তুমি তো ভুলেছিলে চলে গিয়েছিলে
          সন্ধানে দ্বারে-দ্বারে করেছি ভিক্ষা।


         জানি, তুমি আমারে ভালোবাসনি
             করেছিলে প্রেমের অভিনয়!
         মধুকরী, মধু সন্ধানে ঘুরে বেড়ায়
             আজ ফিরে এলো সন্ধ্যায়।
            ওগো কি দেবো বলো তারে
               রক্ত ঝরে রিক্ত অন্তরে,
          প্রেমিক! ভালোবেসে হতে হয়
        বিরহ-যাতনা তাই নীরবে সয়ে যাই
            এই জীবন দিয়েছি তোমারে-
      প্রেম জেগেছিল যখনি আমায় চেনোনি
              আজ কেন এলে ফিরে?
            
      
     তুমি ছিলে যৌবনা রূপ লাবণ্যে অনন্যা,
    আজও উদাসিনী-মোহিনী-তেজস্বিনী-
             বুদ্ধিমতী এবং কৌশলী!
          আপন ভেবেই জীবনে ঠকেছি
    তবু চরণে তোমার সঁপেছি প্রাণ অঞ্জলি।


রচনাকাল, ২ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ,
১৬ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।