নিবেদন
   ✍-উজ্জ্বল সরদার আর্য


জীবন সংগ্রাম-সংঘর্ষে যখন থমকে যাই
রক্তাক্ত চরণ অচল হয়-হয় শরীর অন্তর ক্ষয়,
জ্ঞানশূন্য-চেতনাহীন হয়ে লুটিয়ে থাকি মাটিতে!
তখন তুমি কাছে এসে আমাকে উজ্জীবিত করেছো বারংবার
সরিয়েছ আঁধার-
দিয়েছো শক্তি-সামর্থ্য এবং সুখের হদিস মাধবী রাতে।


দুনিয়া যারে করে অবহেলা কাটেনা তার জীবন বেলা
অকাল অন্তের সন্ধান করে ধুলির চাদর গায়ে,
ওগো মনোরমা তুমি আমার প্রিয়তমা
অসহায় মাঝে এসেছ সম্মুখে দাঁড়িয়েছ শরীর ছুঁয়ে।
তোমার রূপের আলোয় ভুবন দেখি অন্তরে রাখি
সুর-সঙ্গীতে কাছে ডাকি সকাল-সন্ধ্যা,
যত করি একলা অনুভব তুমি দিয়েছ বৈভব
সঙ্গ-সুগন্ধ দিয়েছো আমারে হয়ে রজনীগন্ধা।


আমি তোমার মাঝে বসন্ত খুঁজি,
খুঁজি ফুলে-ফুলে রঙিন ভুবন!
যত দূরে যাই নির্জনে-নিভৃতে মন ছুঁয়ে যায়
তোমার কল্পনায় কেটে যায় আমার এই জীবন।
তুমি কখনো রং ঝরানো হও গোধূলি
কখনো পায়ে-পায়ে পা মিলিয়ে পথ চলি
সাজিয়েছি তোমায় কবিতার অক্ষরে,
রুক্ষ-তৃষিত বুকে তুমি ঝরিয়েছ অমৃত ধারা
যে ছিল সঙ্গহীন পথ হারা
সন্ধ্যা তারা হয়ে দেখা দিয়েছো আমারে।


আজ মনের ক্লান্ত-ব্যর্থ-দুঃখের অনুভব ভুলেছি
দখিন হওয়ায় পাল তুলেছি---প্রেমের তরিতে
প্রত্যেক দিন শেষে আসি তাই ফিরে
নির্জনে দেখতে ওগো তোমারে
চোখে-চোখে চেয়ে থাকি সারাবেলা
অন্তরে তুমি করো খেলা---আমি ডুবে থাকি তোমাতে।


পাতা ঝরা বনের পথে
শুনি যখন তোমার হেঁটে চলা চরণ ধ্বনি,
কাজ ফেলে সাজে আমার মন!
আমি ছুটে যাই দেখতে তোমায়, অন্তরে করি আপন!
ওগো গ্রহণ করো--আমার আজকের এই নিবেদন।
আজও শুনি কত কোকিলের গান নদীর কলতান  
ভরিয়েছ তুমি প্রাণ বারবার!
রূপে অপরূপা, ওগো শতরূপা-
তুমি আমার শুধু আমার।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১০ ডিসেম্বর ২০২০ সাল,
বাংলা ২৪ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।