নিশি নির্জনে গোপনে খুঁজি মনে হে সখা তোমাকে
       ✍-উজ্জ্বল সরদার আর্য


          নিশি নির্জনে গোপনে খুঁজি মনে
                   হে সখা তোমাকে,
            তুমি বোঝনা আমার আকুতি
                     ভেঙেছ প্রীতি
                ছিন্ন স্মৃতি শুধু ডাকে।
        তুমি চলে যেওনা বুকে বিরহ যন্ত্রণা
           আছি আজ স্বজন শূন্য সংসারে,
            অবলার অশ্রু জলে চরণ ধুলে
              তবু ফেলে গেলে আমারে,
            আমি প্রাণ দিয়ে প্রেম চেয়েছি
       আঁচলে ধরেছি পদচিহ্ন পথের বাঁকে।
    জীবন আমার জীর্ণ হলো যাতনা সঙ্গ পেলো
            লুণ্ঠিত হলো এ-দেহ শোঁকে।।


          তোমার ওই মিথ্যা ভালোবাসায়
            জড়িয়ে আমায় কেড়েছ প্রাণ,
         সেদিন বুঝিনি ওই মধুকর রাগিণী
            ফুল দিয়েছিল দান-যৌবন।
    আজ কলঙ্ক মাথায় নিয়ে ঘুরি বনে-বনে
              সন্ধানে আমার যায় বেলা,
        ওগো হে প্রিয় সখা কোথায় আছো
            আমি যে বড়ো আজ একলা,
      এখন সিঁথির সিন্দূর ললাটে লেপন
        বাজে না গো আর হাতের কাঁকন
         ক্ষত চরণ রক্তে রাঙানো থাকে।
              ছিঁড়েছে  নূপুরের বেড়ি
            পাথর খণ্ডে আট্‌কেছে শাড়ী
  মরণে লুটিয়ে পড়ি তবুও মন অপেক্ষায় থাকে।।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ১৭ মে ২০১৯ সাল
বাংলা ২  জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ
দাকোপ খুলনা,বাংলাদেশ।