প্রেম
   ✍-উজ্জ্বল সরদার আর্য

অবুঝ ভালোবাসা হৃদয়কে ক্ষত করে যেমন,
তেমনি খুঁজে আনে জীবনের পূর্ণতা।
নীরবে নির্জনে অপলক নয়নে
দিগন্ত ছুঁয়ে চেয়ে থাকা,  
অপেক্ষা না হয় প্রতীক্ষা --শুধুই আকুলতা।
আর অন্তরে ব্যাকুলতা আছে বলেই
প্রেমকে অনুভব করা যায় সানন্দে
বেদনায়-বেদনায়।

ভালবাসলে বেদনা বিলাসী হতে হয়,
বেদনা তীব্র হলে-- প্রেমের প্রখরতা প্রকাশ পায়।
যে প্রেম যত দূরত্ব খোঁজে, সে ততই থাকে হৃদয় ছুঁয়ে।
কাছে থাকা মনের দুর্বলতা, না হয় বাধ্যবাধকতা।
অভিনয় প্রেম নয়,নির্জন একাকীত্ব রাতে
মনের ভাবনা,কল্পনা,বেদনায় মিশে
সে আসে অশ্রু হয়ে।

তাই চোখের জল মুছে হাসতে পারাটা
যেমন সহজ নয়,
তেমনি সহজ নয় ভালোবেসে অশ্রু ধরে রাখা।
তার জন্য নিজেকে ভাঙতে হয়,
সহজ লভ্য হিসাব কষে শূন্যতা পুষতে হয়,
বিরহ পিপাসু হয়ে প্রতীক্ষার প্রহর সাজাতে হয়,
অন্তরের কোমলতা-ব্যাকুলতা-অঞ্জলি দানে'ই
বেঁচে থাকে প্রেম।

রচনাকাল ৫ অক্টোবর ২০২১ খ্রিস্টাব্দ,
১৮ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।