পিছু ফিরে দেখি যারে সে আমারে দেখলো না
    ✍-উজ্জ্বল সরদার আর্য


       পিছু ফিরে দেখি যারে সে আমারে দেখলো না,
      সন্ধ্যা হলে যাবো চলে এই পথে আর আসবো না।
                    যত আশা নিয়ে আসি দ্বারে
                  সম্মুখে দেখা পাই না গো তারে
       শুধু বাজে তার চরণ ধ্বনি, নীরব-নির্জনে শুনি-
                            আমার প্রাণে,
           খুঁজি তাই আকুল নয়নে বুকে নিয়ে বেদনা।।            
                   অভিমানে অশ্রু ঝরে সর্বক্ষণে
                  নত মলিন মুখে তাই যাই হেটে,
             দীর্ঘ-দিবস শেষে সে যদি ফিরে আসে
               বনের বকুল সব চরণে পড়বে লুটে।
                   জানিনা কিসের সুখ সন্ধানে
                   রেখেছি তারে হৃদয় আসনে,
               প্রেম হারানো গানে কত ডেকেছি
        প্রাণ সঁপেছি ঝরা ফুলের ঘ্রাণ ভুলতে পারি না।।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ১১ মে ২০২০ সাল,
বাংলা-২৮ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ, সোমবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।