দেহান্তের মহাকাল ডেকে ছে আজ
স্বয়ম্বরা, আহবানে আসছেনা আর  দূর -
দূরান্ত থেকে  বীর বিপ্লবী সেনা।
শান্ত স্বাধীন বসুন্ধরায় আছে সকলে
সুখে,
তাই'তো "ভয়ানক বিক্ষোভ বিদ্রোহের
বিষাক্ত ছন্দঃ" লিখতে চায়না
হৃদয়ে।


বিষকর আস্বাদময় নিষ্ঠুর হৃদয়ের বিদ্রোহের
জ্বলন্ত দহন, ছড়িয়ে দিতে চায় ওরা মোদের
মাঝে।
কিন্তু, আজ সকলে সচেতন, বিবাদ ভুলে
বিদ্রোহের দহন নিভিয়ে,  একে অন্যের বাহু
ধরে বসন্তের নির্মল বাতাসে দিয়েছে
শান্তির তরী ভাসিয়ে ।


আর চাইনা মোরা যুদ্ধ, নিজেকে করেছি
মুক্ত, সকল হৃদয়ে ফুটেছে ফুল, দ্বারে
এসেছে বসন্ত।
আজ মোদের শত্রু নেই ,
শত্রু এলে  মিত্র করবো,
এ' প্রার্থনা করেছি সবাই।
আর অকালে হতে চাইনা দেহান্ত,
মোর হয়েছি স্বাধীন, এবার থাকবো শান্ত।


উজ্জ্বল সরদার।