তিমিরে ঘেরা অবনী'তে, নিসঙ্ঘ জীবন'কে নিয়ে ছুটতে ছুটতে ,  
আজ নিশি মাঝে শশীর দেখা হলো।
কি অসাধারণ দেখতে, মর্ত্য আলোকিত তার উজ্জ্বল দীপ্তিতে,
দক্ষিণা সমীরে ভেসে আসছে প্রেমের সুগন্ধ,  
চিৎকার করে বলেছে,
হে প্রিয়!  প্রেম কখনো হয় না তীক্ষত।


সত্যি, আজ  তব প্রেমে পড়েছি,
হৃদয় রং তুলি নিয়ে নব ছবি আঁকতে  শুরু করে দিয়েছে,
মনে হচ্ছে আবার এক সীমন্তনীকে পদ্মর মাঝে বসিয়েছি।
নিঃশ্বাসে নিঃশ্বাসে অনুভব করছি তব অঙ্গের  সুগন্ধ,
অবগুণ্ঠন সরাতেই দেখি তব মুখে স্মিত,
তবে আমাকে নিশি মাঝে দেখে তুমি কি লজ্জিত?


হয়েছি আজ তব প্রেমে  নিশাচর, কিছু পাওয়ার আসায়
ছুটে চলছি,
হে প্রিয়! খুলে দাও দুয়ার।
অভাগার হৃদয়ে যে প্রেমের চম্পা ফুটেছে,
তাকে সর্ব শমনীতে ফুটিয়ে রাখতে করুণা করো আমার।  
কিন্তু,  তুমি অভ্র সেজে  দাঁড়িয়ে গেলে কেন ইশানে?
আশফুটো হৃদয়ে নব শিল্পী দেহান্ত  তব বিহনে।
//
উজ্জ্বল সরদার
দাকোপ /খুলনা
       ////