এ'স্বদেশের মাঝে হয়েছি মোরা আজ
সংখ্যালঘু,
স্ব-রাজ দলের অসুর রাজা উঠেছে তাই
মৃত্তিকা ভেদিয়ে,  অবনী কাঁপিয়ে, স্বরিৎ
মাতিয়ে,  গৌরশিখর ভেঙে গর্জে।
হুতাশনে জ্বলে জ্বলে হয়েছি যখনি  ক্ষয়,
সলিলে ক্ষিতি ভিজিয়ে নরম করে, দন্তে
দন্তে আঘাত করে, চিৎকার করে বলছে ওরা
আজ হয়েছি মোরা দুর্জয়।


শমনী খনে আসে লুকিয়ে লুকিয়ে তাই দ্বারে,
এরা নাকি আবার বহ্নির কুণ্ডলী মোদের
নিকেতনে ছুড়ে মারে?
মদিরা খেয়ে নেশার নিলয়ে পা ফেলে,
মোদের খাদ্যভাণ্ডারের লোভে সদা ছুটে
চলে,
চিৎকার করে বলছে আজ ভূপতি হবো,
মোদের ডাকছে সংখ্যালঘু বলে।


কিন্তু, মোরা ক্ষত্রিয় মার্তণ্ড বর্ণ ধর,
প্রাচীন - প্রাচীতে,
গৌরশিখর টপকে আশি প্রতি প্রভাতীতে।
ঝলমল করে মেদনী মোদের কিরণে,
আমরা'ই শ্রেষ্ঠ হাতিয়ার তোদের মতো
জঙ্গি নিধনে।
তোরা সকলে আজ  এক হয়ে মোদের বলছিস সংখ্যালঘু?
নির্ভীক  যদি হয়ে থাকিস সাবনে আয় দ্বারে,
গুরুলঘুর ভেদাভেদ বুঝিয়ে দেবো ভালোকরে।
//
উজ্জ্বল সরদার
দাকোপ খুলনা
----------///---------