হে বিপ্লবী বীর !
মোর স্বদেশে আবার ফিরে এসো, কান
পেতে শোনো এ'স্বদেশের শহরে,
নগরে, গ্রামে,  গঞ্জে, দেহান্তের হা-হাকারের
ধ্বনি।
রাজাকার, ভিনদেশী, সন্ত্রাসী, জঙ্গিরা এসেছে
এ'স্বদেশে আবার, সকল মানবের অবয়ব তাই
কাঁপছে থরথর,
তমিস্রা ধরেছে ঘিরে লোক লোচনে,
অন্তরীক্ষে চপলা তুলেছে অসময় ঝংকার।
হে বিপ্লবী বীর, তুমি ফিরে এসো,
স্বর্ণ স্বদেশ ভাসছে আজ লোহিত রক্তে,
দেহান্তের মহাকাল গেড়েছে দ্বারে এই ভয়ানক
নক্তে,
তুমি এসো, মার্তণ্ড সম বহ্নি কুণ্ডলী হয়ে, শক্র
পুড়িয়ে -ছাই বাহুতে নিয়ে, সমীরে ভাসো।


আজ ওরা আবার যুদ্ধ সূচনা করে করেছে
মোদের অবরুদ্ধ পথ,
মহামারী মড়ক লেগেছে তাই সকলের দ্বারে,
চতুর্দিক জ্বলছে বিক্ষোভ বিদ্রোহের সর্বভুক,
এসো দ্বন্দ্বের শপথ করে গর্জে উঠি দামিনী
হয়ে শক্র মেরে।
লোহিত রক্ত, কাঁচা মাংস,  সর্ব অবয়ব খাচ্ছে ছিড়ে
ছিড়ে কুকুর - চিল - শিয়ালের ন্যায় ,
শহরে গ্রামে জনমানবের ময়দানে গেড়েছে
কেবল ভয়,
এখন সেই প্রাচীন ভাঙা নিলয়,
শূন্য ভিটে পড়ে আছে নির্জনতায়,
তাই তোমাকে আজ মারতে হবে,  না হয় মরতে,
তবে লোহিত রক্ত পান করে ছুটে চলতে হবে
জয়ের লক্ষে।
//
উজ্জ্বল সরদার
দাকোপ - খুলনা
----------))((---------------