প্রদীপ নিভেছে আঁধার এসেছে হারিয়েছে তারে প্রাণ
     ✍-উজ্জ্বল সরদার আর্য


প্রদীপ নিভেছে আঁধার এসেছে হারিয়েছে তারে প্রাণ।
ওই নিশুতি রাতে এই বুকেতে বাজছে বিরহ গান।।


ভালোবেসে কাছে এসে ভুল বুঝে তুমি চলে গেলে,
আমি অপরাধী হয়ে পথ চেয়ে আছি নয়ন জলে,
তুমি করো ক্ষমা, হে প্রিয়তমা! করি তোমারে সন্ধান।।


বিশ্বাস করো আমারে ভালোবাসি শুধু তোমারে,
তুমি আমার প্রাণের প্রিয়া তোমায় ছাড়া যাবো মরে,
তাই আর চাই না অন্য কিছু ছুটেছি পিছু পিছু নেই ঘ্রাণ।।


যদি ভালোবাসো ফিরে এসো  এই কুঞ্জ বনে,
বসো পাশে ফুলসজ্জায় সাজানো আসনে,
আমি পেয়েছি প্রাণে সর্ব সাধনে ওগো তোমার দান।।



✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল ২৮ সে অক্টোবর ২০১৮ সাল
দাকোপ খুলনা,বাংলাদেশ।